Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লা বুড়িচং ভরাসার ব্লকে বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকরা সফল


প্রকাশন তারিখ : 2016-09-24

সুজলা সুফলা আমাদের এ সোনার বাংলাদেশে গত কয়েক বছরের তুলনায় কৃষি ক্ষেত্রে অধিক হারে উৎপাদনের দিক থেকে কাঙ্খিত ফসলের আবাদ হয়েছে। দানাদার ফসল, শাকসবজি, ফলমুলসহ নানান প্রকার ফসল উৎপাদনে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু ফসলের উৎপাদন বৃদ্ধি পেলেও পরিবেশ বান্ধব ফসল উৎপাদন, বিশেষ করে শাকসবজি ও ফল চাষে আমাদের কৃষক ভাইদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তাই রোগ বালাইয়ের হাত থেকে রক্ষার জন্য, অধিক ফসল পাওয়ার আসায় এবং অল্প সময়ের মধ্যে শাকসবজি ও ফল মুল বাজারে বিক্রি করার জন্য, প্রয়োজনে অপ্রয়োজনে যত্রতত্রভাবে ফসলের জমিতে বিভিন্ন প্রকারের কীটনাশক প্রয়োগ করেন। এতে করে মানুষ, উপকারী পোকা মাকড়, পশু-পাখি, মাটি, মাটিতে থাকা ক্ষুদ্র অনুজীব ও পরিবেশ মারাত্বকভাবে আক্রান্ত হচ্ছে। এসব শাকসবজি, ফলমুল খেয়ে মানুষ প্রতিদিনই বিভিন্ন রোগে আক্রান্ত হয় ।

এ অবস্থায়  সরকারের টেকসই পরিকল্পনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিবেশ বান্ধব কৃষি উৎপাদনের জন্য মাঠ পর্যায়ে বিষমুক্ত পদ্ধতিতে শাকসবজি উৎপাদনের জন্য দেশের সকল জেলা উপজেলার ন্যায় কুমিল্লা বুড়িচং ইছাপুর ভরাসার ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা, মো. খোরশেদ আলমের সহযোগীতায় কৃষক মো. নোয়াব মিয়া ২২শতক বেগুনের  জমিতে পরিবেশ বান্ধব সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে বেগুন উৎপাদন করছেন। তিনি পাশাপাশি সিম ও অন্যান্য সবজি চাষ এবং বিভিন্ন প্রকার ফলের বাগান করেছেন। কৃষক নোয়াব মিয়া বলেন- আমি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে অনেক ভালো আছি, আমার এখন উৎপাদন খরচ কয়েকগুণ কমেছে। জমিতে এখন পোকার আক্রমন কম ফলনও ভালো। তাহলে চলুন আমরা সকলে সুস্থ্য থাকার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নোয়াব মিয়ার মতো বিষমুক্ত পদ্ধতিতে শাকসবজির চাষ ও ফলমুল উৎপাদন করি।

 কৃষক কৃষাণীর সাথে পরামর্শ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবহিত করছেন- উপসহকারী কৃষি কর্মকর্তা, মো. খোরশেদ আলম